নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে রাম নবমী উদযাপন সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ সরকারকে করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "পুলিশ কেন সবসময় হিন্দু উৎসবের বিরোধিতা করে? কেন (রাজ্য) সরকার তাদের সাহায্যের হাত বাড়ায় না? যেকোনো উৎসবের শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা সরকার এবং পুলিশের দায়িত্ব, কিন্তু তারা এতে বাধা সৃষ্টি করে। প্রতি বছর আমরা রাম নবমীর শোভাযাত্রার সময় পাথর ছোঁড়ার ঘটনা লক্ষ্য করি। পুলিশ কোনও নিরাপত্তা দেয় না। যদি এরকম কিছু ঘটে, তাহলে হিন্দু সম্প্রদায় নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে নেবে"।
/anm-bengali/media/media_files/VqpB7h4KupyTxKSLYMaQ.jpg)