নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৩ শতাংশ হলেও বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৪ শতাংশ। ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। মমতা সরকার কিছুটা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন এবার।
১৪ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছিল কালীপুজোর আগে। এরপর একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে অনেক রাজ্যের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হলেও বাংলায় এখনও ডিএ বাড়ার কোনও ইঙ্গিত নেই। আগে থেকেই কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক নিয়ে ক্ষুব্ধ বাংলার কর্মীরা। এই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে মমতা সরকার। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করবে বলে জানা গেছে।