নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্ট কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে।
ফাইল চিত্র
কলেজিয়ামের প্রস্তাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তির পর, বিচারপতি বাগচী ২০৩১ সালের ২ অক্টোবর অবসর গ্রহণ না করা পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার লাইনে থাকতে পারবেন।
Supreme Court Collegium recommends elevation of Justice Joymalya Bagchi, judge of Calcutta High Court judge, to the apex court.
The Resolution of the Collegium states that on his appointment as apex court judge, Justice Bagchi would be in line to assume office as the Chief… pic.twitter.com/hMp6kanKzP