নিজস্ব সংবাদদাতা: আজ ভূত চতুর্দশী। চোদ্দো শাক খাওয়া, চোদ্দো প্রদীপ জ্বালানোর নিয়ম। কিন্তু এখন সময় নিয়মের নয়, বিচারের। মানুষের মুখে মুখে একটাই দাবি, অভয়ার বিচার চায়। তাই চোদ্দো প্রদীপে কিচ্ছু হবে না, জ্বালাতে হবে মশাল। মশালের আলোই হয়ে উঠবে অন্যায় দূরীকরণের একমাত্র মন্ত্র।
আজ ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা। আজ চলছে সিজিও অভিযান। দেখতে দেখতে অভয়া কাণ্ডের ৮০টা দিন পার। অথচ এখনও মেলেনি বিচার। তাই এবছর কোনও উৎসবই উৎসব নয়। দুর্গাপুজোতেও চলেছে প্রতিবাদ। আর এবার কালীপুজোর মরশুমেও চলছে প্রতিবাদ। সবার মুখে মুখে একটাই স্লোগান, ‘অভয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
সিবিআই কি করছে? আর কতদিনে বিচার মিলবে? ৮০টা দিন পেরিয়ে গেছে, আর কতদিন অপেক্ষা করতে হবে অভয়াকে? এই সব প্রশ্নের উত্তর নিতেই আজ জুনিয়র ডাক্তারদের ডাকে চলছে সিজিও অভিযান। ইতিমধ্যেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে শুরু হয়েছে সেই অভিযান। লক্ষ্য সিজিও কমপ্লেক্স। জুনিয়র ডাক্তারদের ডাকা এই অভিযানে যোগ দিয়েছে নাগরিক সমাজও। সাধারণ মানুষও এদিন পা মেলাচ্ছে জুনিয়র ডাক্তারদের সাথে। সাতটি প্রশ্নের উত্তর নিতেই আজ এই অভিযান বলে জানাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা।