ফের মেট্রোয় ঝাঁপ, ব্যাহত মেট্রো পরিষেবা

বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-23 at 17.11.04

নিজস্ব সংবাদদাতা: ফের মেট্রো লাইনে ঝাঁপ। বৃহস্পতিবার বিকেল ৪ টা বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ। শুরু হয় উদ্ধার কাজ। ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ পরিষেবা। সমস্যায় নিত্যযাত্রীরা।