নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, 'ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ছাড়া বিকল্প নেই।' এই প্রেক্ষাপটে, বাংলাদেশ মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর আগে ইউনুস দাবি করেছিলেন যে, তাঁর মোদীর সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে আওয়ামি লিগ নিয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন ইউনুস। ঢাকায় ২০ মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি জানান, আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা তাঁর সরকারের নেই। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
/anm-bengali/media/media_files/2025/01/10/VSNoMC2zmPb8HxzuW93i.jpeg)
তবে আওয়ামি লিগকে নিষিদ্ধ না করলেও দলটির নেতাদের বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন ইউনুস। তিনি বলেন, 'যেসব আওয়ামি লিগ নেতাদের বিরুদ্ধে খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাঁদের বিচার বাংলাদেশের আদালতেই হবে।' এর আগে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছিল ঢাকা। পাশাপাশি, 'ডেভিলস হান্ট' অভিযানের আওতায় আওয়ামি লিগের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। যদিও হাসিনা সমর্থকরা বরাবরই দাবি করে আসছেন যে আওয়ামি লিগ আবার ক্ষমতায় ফিরে আসবে।
শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং আওয়ামি লিগকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। ইতোমধ্যে হাসিনা সরকারের প্রায় সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বহু প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে বিএনপি, জামায়াত ও আন্দোলনকারী ছাত্রদের দাবির পরও ইউনুস সরকার এখনো আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি।