নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ভারতে মার্কিন পণ্য বিক্রি করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কারণ, দেশটি রসায়ন, টেলিকম ও চিকিৎসা সরঞ্জামের জন্য কড়া পরীক্ষা ও অনুমোদন ব্যবস্থা চালু রেখেছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই নিয়মগুলো অন্য অনেক দেশের তুলনায় বেশি কঠিন। এতে মার্কিন কোম্পানিগুলোর খরচ বেড়ে যাচ্ছে এবং তারা সহজে ভারতীয় বাজারে ব্যবসা করতে পারছে না।
/anm-bengali/media/media_files/PmVyF0DFcvjno1f4Gr5m.jpg)
বিশেষজ্ঞরা বলছেন, এসব কঠোর শর্তের কারণে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। দুই দেশই নিজেদের অর্থনীতি রক্ষায় নানান পদক্ষেপ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও বাণিজ্যিক জটিলতা তৈরি করতে পারে।