নিজস্ব সংবাদদাতা : ডোনাল্ড ট্রাম্প যখন নতুন শুল্ক নীতি প্রায় সব দেশের ওপরই প্রযোজ্য, কিন্তু একটা দেশ বাদ, সেটা হলো রাশিয়া। এই নিয়ে আন্তর্জাতিক স্তরে অনেক কথা হচ্ছে। রাশিয়া বলছে, এটা একটা ভালো সংকেত। তারা মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক এখন কিছুটা ভালো হতে পারে।
/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
এদিকে আমেরিকার হোয়াইট হাউসের এক বড় কর্মকর্তা, কেভিন হ্যাসেট বলছেন, এটা একেবারে বিশেষ কোনো ছাড় নয়। এখন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় আলোচনা চলছে, তাই শুল্কের ব্যাপারটা আলাদা রাখা হয়েছে। তিনি বলেন, "প্রেসিডেন্ট চেয়েছেন যুদ্ধ আর শুল্ক—এই দুই বিষয় যেন একসাথে মিশে না যায়। তবে পরে রাশিয়ার ওপরও শুল্ক আসতে পারে।" এর মানে রাশিয়াকে এখনই ছাড় দেওয়া হলেও, ভবিষ্যতে তারাও শুল্কের আওতায় আসতে পারে। এই সিদ্ধান্তে অনেকেই বলছেন, এটা শুধু অর্থনীতি নয়, বড় রাজনীতির ইঙ্গিতও।