নিজস্ব সংবাদদাতা: চীনে বোতলজাত বাঘের মূত্র বিক্রি হচ্ছে, যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ান বাইফেংসিয়া ওয়াইল্ডলাইফ জু থেকে এই মূত্র বিক্রি করা হচ্ছে। দাবি করা হয়েছে, এটি ব্যবহার করলে রিউমাটিজম, রিউমাটয়েড আথ্রাইটিস, পেশির ব্যথা, এমনকি হাত-পায়ের মচকানোর ব্যথাও সেরে যাবে।
উক্ত চিড়িয়াখানার পরামর্শ অনুযায়ী, বাঘের মূত্র হোয়াইট ওয়াইন ও আদাকুচির সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় প্রয়োগ করতে হবে। এমনকি এটি পান করলেও ব্যথা থেকে আরাম মিলবে বলে দাবি করা হয়েছে। তবে মূত্রপান করলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সতর্ক হওয়া উচিত বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
২৫০ মিলিলিটারের প্রতিটি বোতল ৫০ ইউয়ানে বিক্রি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯৬ টাকা। চিড়িয়াখানার দাবি, এই মূত্র সাইবেরিয়ান বাঘের, যা অত্যন্ত বিরল এবং বিশেষ গুণসম্পন্ন। তবে প্রতিদিন মাত্র দুটি বোতল বিক্রি করা হয়।
মূত্র সংগ্রহের বিষয়ে জানানো হয়েছে, বাঘেরা যে বেসিনে প্রস্রাব করে সেখান থেকেই তা সংগ্রহ করা হচ্ছে। এর আগেও ২০১৪ সালে এই চিড়িয়াখানার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছিল, যখন একটি প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার হিসেবে বাঘের মূত্র দেওয়া হয়েছিল।
এই দাবি কতটা বৈজ্ঞানিক বা কার্যকর তা নিয়ে এখনও প্রশ্ন থেকে গেছে। তবুও, রোগ সারানোর প্রতিশ্রুতি দিয়ে বাঘের মূত্র বিক্রি চীনজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।