আরও বড় পদক্ষেপ বাংলাদেশ! বাতিল হতে চলেছে শেখ হাসিনার পাসপোর্ট

বাংলাদেশ সরকার বাতিল করতে চলেছে শেখ হাসিনার পাসপোর্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
sheikh-hasina-bangladesh

নিজস্ব সংবাদদাতা: বিএনপির নেত্রী খালেদা জিয়া লন্ডনের যাওয়ার দিনেই এল শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের খবর। খালেদা, এদিন সন্ধ্যায় বিমানবন্দরের পথে যেতেই বাংলাদেশে আলোড়ন ফেলে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের খবর ছড়িয়ে পড়তে থাকে। শুধু শেখ হাসিনাই নন। তাঁর সঙ্গে আরও ৯৬ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে খবর। এই ৯৬ জনের মধ্যে অনেকেই আওয়ামি লিগের সদস্য বলে খবর। ইতিমধ্যেই সেখ হাসিনার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার মধ্যে এই পাসপোর্ট বাতিলের মাধ্যমে শেখ হাসিনার ওপর আরও চাপ বাড়াল ইউনুস সরকার।

গত ৫ অগস্ট ছাত্র-গণ আন্দোলনের জেরে পদচ্যূত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। চলে আসেন ভারতে। এদিকে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে পেতে মরিয়া ইউনুস সরকার। হাসিনাকে বাংলাদেশে পেতে তারা দিল্লির কাছেও আবেদন জানিয়েছে। গতকালও ইউনুস সরকারের অধীনে থাকা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন,' ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে।কোনও সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।' এই পরিস্থিতিতে প্রশ্ন হল, শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ফলে তাঁর বিদেশ সফর ঘিরে কী সম্ভাব্য ঘটনা ঘটতে পারে?