পাকিস্তানের কুর্রাম জেলায় জঙ্গি হামলা, নিমেষে শেষ ৩৮ তরতাজা প্রাণ

হামলায় শেষ হয়ে গেল ৩৮টি নিরীহ প্রাণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের কুর্রাম জেলায় ফের জঙ্গি হামলা। হামলায় শেষ হয়ে গেল ৩৮টি নিরীহ প্রাণ। ঘটনায় আহত কমপক্ষে ২৯ জন। 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী এদিন বলেন, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কুর্রাম উপজাতীয় এলাকায় বন্দুকধারীরা যাত্রীবাহী যানবাহনে গুলি চালায়। সেই গুলিবর্ষণেই প্রাণ হারান ৩৮ জন সাধারণ মানুষ এবং গুরুতর আহত হন ২৯ জন। 

হামলায় নিহতদের মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যসচিব এও জানিয়েছেন, “এটি একটি বড় ট্র্যাজেডি এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন”। 

যা জানা যাচ্ছে, আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে। এদিনের এই হামলার সাথে তাঁদের কোনও যোগ আছে কিনা, তা সন্ধান করে দেখছে তদন্তকারী আধিকারিকরা। 

এক স্থানীয় বাসিন্দার কথায়, ঘটনাস্থলে দুটি যাত্রীবাহী যানবাহনের কনভয় ছিল। একটি পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেই সময়ই সশস্ত্র ব্যক্তিরা তাঁদের উপর হামলা চালায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই ঘটনার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।