নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এরাজ্যে যে বিরোধী সংঘর্ষ চলছে তা নিয়ে চিন্তিত গোটা দেশই। পশ্চিমবঙ্গের হিংসা সম্পর্কে, আরএলডি নেতা মালুক নাগার বলেন, “যদি কোনও রাজ্য সরকার তাদের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অক্ষম হয়, তাহলে তাদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে অবহিত করা এবং সাহায্য চাওয়া”।
/anm-bengali/media/media_files/2025/04/15/1000187853-732951.jpg)
একই সাথে পলাতক মেহুল চোকসির গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “এই মোদী সরকারের অধীনে, যেভাবে তাহাউর রানাকে ভারতে আনা হয়েছে, একইভাবে মেহুল চোকসিকেও এখানে আনা হবে। এই জাতীয় সমস্ত লোককে দেশে আইনের মুখোমুখি হতে হবে”।