নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্ককে আয়োজিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির অস্থির পরিস্থিতি ও সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারত একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি ঢাকায় পাঠিয়েছিল বিদেশসচিব বিক্রম মিশ্রকে। এই প্রসঙ্গে একাধিকবার কড়া বার্তাও দেওয়া হয়েছিল ভারতের তরফে।
ওয়াকিবহাল মহলের মতে, পদ্মাপাড়ে সরকার বদলের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টালমাটাল হয়ে পড়েছিল। বিশেষ করে, সম্প্রতি চিন সফরে গিয়ে উত্তর-পূর্ব ভারত নিয়ে মহম্মদ ইউনূসের মন্তব্য বিতর্ক তৈরি করেছিল। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনের মঞ্চে দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/04/04/PqjzqKDA8r8Ej22i23uG.jpeg)
এই বৈঠক কি দুই দেশের সম্পর্কে জমে থাকা বরফ গলাবে, নাকি কূটনৈতিক সমীকরণে নতুন মোড় আনবে, তা সময়ই বলবে।