নিজস্ব সংবাদদাতা: নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ শপথ নিলেন। তিনি দেশের শীর্ষ পদে প্রথম মহিলা। উচ্চ বেকারত্বের হার মোকাবিলায় অর্থনীতির বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
/anm-bengali/media/post_attachments/mugera_lock/uploads/2025/03/Namibia1-665510.jpg)
উচ্চ বেকারত্বের হার মোকাবিলার লক্ষ্যে কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদ-কেন্দ্রিক অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট।