নিজস্ব সংবাদদাতা : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনাঙ্গাগওয়া ঘোষণা করেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে যে পণ্যগুলো জিম্বাবুয়েতে আসবে, সেগুলোর উপর আর কোনও শুল্ক নেওয়া হবে না। প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/05/Q0bM2PGyPd8iEae7RF1e.webp)
উল্লেখ্য , কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্বাবুয়ে থেকে আমদানি করা পণ্যের উপর ১৮ শতাংশ শুল্ক বসিয়েছেন। মনাঙ্গাগওয়া জানিয়েছেন, তিনি চান দুই দেশের মধ্যে পণ্য বিনিময় সহজ হোক। এতে আমেরিকার জিনিস জিম্বাবুয়ে সহজে পাবে, আবার জিম্বাবুয়ের জিনিসও আমেরিকায় পাঠানো যাবে।
তবে অনেকে বলছেন, এতে আসলে জিম্বাবুয়ের খুব একটা লাভ হবে না। একজন বিশ্লেষক মনে করেন, এই সিদ্ধান্তে মূলত যুক্তরাষ্ট্রই সুবিধা পাবে। স্থানীয় একটি সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট মনাঙ্গাগওয়া হয়তো এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে খুশি করতে চাইছেন, যাতে তাঁর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে এটা কতটা সফল হবে, সেটা এখনই বলা মুশকিল।
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
মনাঙ্গাগওয়া এই প্রসঙ্গে বলেন, তাঁর লক্ষ্য কারও সঙ্গে বিতর্ক না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন যেহেতু আফ্রিকার আরও অনেক দেশ মার্কিন শুল্কের মুখে পড়েছে, তাই একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলেই হয়তো বেশি লাভ হতো। একা একা সিদ্ধান্ত নেওয়াটা খুব কার্যকর নাও হতে পারে।