গাজায় বিমান হামলা চালিয়ে বড় সাফল্য পেল ইসরায়েল ! খতম হামাসের অন্যতম শীর্ষ নেতা

গত কয়েকদিন ধরেই ইসরায়েলের বিমান হামলার তীব্রতা অনেকাংশে বেড়েছে।

author-image
Debjit Biswas
New Update
BARDAWEEL

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের বিমান হামলায় আজ দক্ষিণ গাজার খান ইউনিসে, হামাসের রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা, সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস বাহিনী। আজ হামাস মিডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, হামাসের রাজনৈতিক দলের অন্যতম সদস্য বারদাউইল, ইসরায়েলের এই বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। এই হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন।

Benjamin Netanyahu

এছাড়াও গাজার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ''গত মঙ্গলবার থেকেই ইসরায়েলি সামরিক বাহিনীর, আক্রমণের তীব্রতা বেড়েছে এবং সমগ্র এলাকা জুড়েই  একাধিক বিমান হামলা চালানো হয়েছে।''