নিজস্ব সংবাদদাতা : আজ গাজার নাসের হাসপাতালের সার্জারি বিভাগে, ইসরায়েলের একটি বিমান হামলায়, হামাসের এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল কর্মকর্তারা ও হামাস। এই বিষয়ে হামাস জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুমও রয়েছেন, যিনি আগের এক হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
/anm-bengali/media/media_files/2025/03/24/eFUq6gxGayz6jd1PK7dE.jpeg)
এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ হামাস নেতার বিরুদ্ধে এক অত্যন্ত নির্ভুল হামলা ছিল, যা সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে।”