গাজার সবথেকে বড় হাসপাতালে বিধ্বংসী বিমান হামলা চালালো ইসরায়েল ! হত পাঁচ

ইসরায়েল দাবি করেছে, হামাস হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করে, যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

author-image
Debjit Biswas
New Update
Israel

নিজস্ব সংবাদদাতা : আজ গাজার নাসের হাসপাতালের সার্জারি বিভাগে, ইসরায়েলের একটি বিমান হামলায়, হামাসের এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল কর্মকর্তারা ও হামাস। এই বিষয়ে হামাস জানিয়েছে, নিহতদের মধ্যে সংগঠনের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুমও রয়েছেন, যিনি আগের এক হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

BARHOUM

এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ হামাস নেতার বিরুদ্ধে এক অত্যন্ত নির্ভুল হামলা ছিল, যা সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে।”