নিজস্ব সংবাদদাতা: ইরানের হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে ইজরায়েল। । শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান এবং সংলগ্ন কারাজ শহরে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কয়েকমাস ধরে ইরান উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে। যার জেরে ইজরায়েল এই হামলা ঘটিয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ইরানের রাজধানী তেহরান এবং কারাজ শহরে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গিয়েছে। মূলত ইজরায়েল ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে এবং বিশ্ববাসীর মতোই ইজরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান ইজরায়েলের ওপর শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই সময়ই ইজরায়েলের তরফে জানানো হয়েছিল, এর প্রতিশোধ নেওয়া হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আমাদের ক্ষমতা রয়েছে। আমরা সব ধরনের হুমকি নির্মূল করতে বদ্ধ পরিকর।
অন্য়দিকে, অন্যদিকে, সম্প্রতি ইজরায়েলের দাবি, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে আইডিএফ। উল্লেখ্য, গত ৭ অক্টোবরের হামলার নির্দেশ দিয়েছিলেন এই সিনওয়ার, যেখানে ইজরায়েলের ১২০০ জন নাগরিকের প্রাণহানি ঘটে।