নিজস্ব সংবাদদাতা: মিশরের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। হামাসের তরফে জানানো হয়েছে, নতুন করে যুদ্ধবিরতির বিনিময়ে আমেরিকান-ইসরায়েলি এডান আলেকজান্ডার সহ ৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য একটি নতুন মিশরীয় প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। পাশাপাশি হামাস শর্ত দিয়েছে, ইসরায়েলকে ত্রাণের জন্য রাস্তা খুলে দিতে হবে। পাল্টা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৪০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১১ জন জীবিত বন্দি এবং অর্ধেক নিহত জিম্মিকে মুক্তি দিতে হবে। গাজায় মোট ২৪ জন জীবিত বন্দি ও ৩৫ জন বন্দির দেহ রয়েছেন।
/anm-bengali/media/media_files/PPGI37AcTrlkdILTB2t1.jpg)