BREAKING : সুপ্রিম কোর্টে ঢুকে গুলি চালালো দুষ্কৃতি - নিহত দুই বিচারক, জানুন বিস্তারিত....

সুপ্রিম কোর্টে হামলায় দুই বিচারক নিহত। কেনো হলো হামলা? জানুন বিস্তারিত.....

author-image
Debapriya Sarkar
New Update
Iran

নিজস্ব সংবাদদাতা : ইরানের সুপ্রিম কোর্টে শনিবার সকালে এক সশস্ত্র হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। রাজধানী তেহরানের আদালতে এক বন্দুকধারী প্রবেশ করে বিচারক আলী রাজিনি ও মোহাম্মদ মোগিসেহকে গুলি করে হত্যা করে। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আত্মহত্যা করেন, এবং হামলায় একজন দেহরক্ষীও আহত হন।

dead body 3.jpg

ইরানের বিচার বিভাগের সংবাদ সাইট মিজান জানায়, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে উভয় বিচারকই ১৯৮০ ও ১৯৯০ এর দশকে ইসলামী শাসনের বিরোধীদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-তে প্রকাশিত বিবৃতিতে হামলাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী সুপ্রিম কোর্টের কোন মামলার সঙ্গে সম্পর্কিত ছিলেন না এবং হামলায় জড়িত আরও কেউ থাকলে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Murder

উল্লেখ্য, রাজিনি ১৯৯৮ সালে এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এবং তিনি ইরানের শীর্ষ বিচারকদের একজন ছিলেন। মোগিসেহ, যিনি ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েন, ২০২০ সালে সুপ্রিম কোর্টে মনোনীত হন। তাকে ২০২৩ সালে কানাডায় নিষিদ্ধ করা হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে।