নিজস্ব সংবাদদাতা: রাজধানী ভারী বৃষ্টির কারণে সোমবার নয়াদিল্লিতে একাধিক স্কুল বন্ধ হয়ে যায়। গত তিন দিনে ভূমিধস ও আকস্মিক বন্যায় উত্তর ভারতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই বন্যা পরিস্থিতি শুধু ভারতেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও দেখা যাচ্ছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছে ভারী বর্ষা। যার ফলে দক্ষিণ-পশ্চিম অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং কমপক্ষে ৬ জন নিখোঁজ হয়ে গিয়েছে। সেখানে প্রচুর বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনে সম্প্রতি ভারী বর্ষণের ফলে বেশ কিছু এলাকায় বন্যা হয়ে গিয়েছে। এমনকি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রেও বৃষ্টির জেরে বন্যার খবর পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়ণের কারণে আবহাওয়া আরও খারাপ হচ্ছে। যার ফলে এই বন্যা।