নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বড়সড় পদক্ষেপ নিলেন ইলন মাস্ক। তাঁর প্রতিষ্ঠিত এআই সংস্থা এক্সএআই ৪৫ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন টুইটার) অধিগ্রহণ করেছে। এই তথ্য শুক্রবার নিজেই জানিয়েছেন মাস্ক।
চুক্তির আওতায় এক্সএআই এখন থেকে এক্স-এর ১২ বিলিয়ন ডলারের ঋণের দায় বহন করবে। এই লেনদেনের ফলে এক্স-এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার, আর এক্সএআই-এর মূল্য দাঁড়িয়েছে ৮০ বিলিয়ন ডলার।
এই চুক্তির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ আরও দৃঢ় করতে চলেছেন মাস্ক। এক্সএআই ও এক্স-এর ভবিষ্যৎ যে একে অপরের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট করে মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন— "আজ, আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি।"
/anm-bengali/media/media_files/T0KFCk8tUdlS8uAYtqVf.jpg)
তিনি আরও বলেন, "আমি এক্সএআই এবং এক্স-এর প্রত্যেকের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই, যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা তো সবে শুরু!"
এক্সএআই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ‘সত্যান্বেষী’ প্রযুক্তি আনার লক্ষ্য নিয়েই কাজ করছে। এই অধিগ্রহণের ফলে এক্স-এর ৬০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সরাসরি এক্সএআই-এর সঙ্গে সংযুক্ত হবেন, যা এআই প্রযুক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। তবে চুক্তির আগে তিনি টুইটারের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনে চুক্তি বাতিলের চেষ্টা করেন, যা আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত, সব জটিলতা কাটিয়ে টুইটার কিনে তার নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন তিনি এবং টুইটারের চেনা নীল পাখির লোগো বাতিল করেন।
এরপর, ২০২৩ সালের জুলাই মাসে এক্সএআই প্রতিষ্ঠা করেন মাস্ক। গুগলের ডিপমাইন্ড, মাইক্রোসফট, টেসলার মতো প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞদের এক্সএআই-এ নিয়ে আসেন তিনি। এখন এক্স-এর বিশাল ব্যবহারকারীভিত্তির সঙ্গে এক্সএআই-এর এআই প্রযুক্তি একীভূত হওয়ায় সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে।