নিজস্ব সংবাদদাতা: ব্যাংককে ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া ৩০ তলা নির্মীয়মাণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বেশিরভাগ মানুষের হয়তো আর প্রাণে বাঁচার সম্ভাবনা নেই। এমনটাই আশঙ্কা করছে ব্যাংকক পুলিশ। শুক্রবারের ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে মিশে যায় ভবনটি।
দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অন্তত ৫০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। রবিবার দুপুরে ব্যাংকক পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এক শতাংশেরও কম।
/anm-bengali/media/media_files/2025/03/29/iJ3s1e7Laa70wEZEeRNb.jpg)
ভবন ধসের সময় শতাধিক শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাক্কাতেই ১০ জনের মৃত্যু হয়। রবিবার সকালে সংবাদ সংস্থা এপি জানিয়েছিল, থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ৩২ জন। তবে তখনও ৮৩ জনের কোনো খোঁজ মেলেনি।
রবিবার দুপুরের তথ্য অনুযায়ী, অন্তত ৫০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে, তবে জীবিত কারও সন্ধান মেলার সম্ভাবনা ক্রমশ কমছে। উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল নিয়োজিত রয়েছে।