মুর্শিদাবাদ তাণ্ডব: 'এই ৬ দিনের শিশুর কি অপরাধ একটু বলবেন?'- ভিডিও সামনে এনে তোলা হল প্রশ্ন- চোখে জল আটকে রাখতে পারবেন না!
অবশেষে গ্রেফতার মেহুল চোকসি, বেলজিয়াম পুলিশ গ্রেফতার করল তাঁকে
ধর্ম নয় পাপ, আত্মরক্ষা নয় অপরাধ: আজকের পশ্চিমবঙ্গ ও হিন্দু উদ্বাস্তুদের প্রতি এক জবাবদিহির দাবি- তরুণজ্যোতির ট্যুইটে শোরগোল
রাজ্য সড়কে চাপ চাপ মাটি, চরম ভোগান্তি- এবার পদক্ষেপ পুলিশের
"প্রকৃতি বাঁচলে, আমরা বাঁচব, প্রকৃতি হাসলে, আমরা হাসব", অভিনব উদ্যোগ দাসপুরে
বছরের শেষের দিন কেমন যাবে মেষ, বৃষ ও মিথুন রাশির ভাগ্য?
বছরের শেষের দিন কেমন যাবে ধনু, কুম্ভ  ও মীন রাশির ভাগ্য?
রাশিফল: বছরের শেষ দিন চরম সাফল্যর পথে এই ৩ রাশি- কোন ৩ রাশি?
রাশিফল: বছরের শেষ দিন মুহূর্তে ভাগ্য বদলাবে ৩ রাশির- কোন ৩ রাশি?

ব্যাংককে ৩০ তলা নির্মীয়মাণ ভবন ধসে নিখোঁজ অন্তত ৫০, জীবিত উদ্ধারের সম্ভাবনা কম

ব্যাংককে ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া ৩০ তলা নির্মীয়মাণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
bangkok


নিজস্ব সংবাদদাতা: ব্যাংককে ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া ৩০ তলা নির্মীয়মাণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বেশিরভাগ মানুষের হয়তো আর প্রাণে বাঁচার সম্ভাবনা নেই। এমনটাই আশঙ্কা করছে ব্যাংকক পুলিশ। শুক্রবারের ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে মিশে যায় ভবনটি।

দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অন্তত ৫০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। রবিবার দুপুরে ব্যাংকক পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এক শতাংশেরও কম।

myanmarear

ভবন ধসের সময় শতাধিক শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাক্কাতেই ১০ জনের মৃত্যু হয়। রবিবার সকালে সংবাদ সংস্থা এপি জানিয়েছিল, থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ৩২ জন। তবে তখনও ৮৩ জনের কোনো খোঁজ মেলেনি।

রবিবার দুপুরের তথ্য অনুযায়ী, অন্তত ৫০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে, তবে জীবিত কারও সন্ধান মেলার সম্ভাবনা ক্রমশ কমছে। উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল নিয়োজিত রয়েছে।