নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও লিঙ্গ বিভাগের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছেনারীদের প্রতি চলা অত্যাচারের বিরুদ্ধে। এক ছাত্রী জারিন রাফিজা বলেন, "আমরা আজ এখানে সারা দেশে, বিশেষ করে নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এই মাসে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি, কিন্তু আমরা দেখেছি যে নারীদের বিরুদ্ধে সহিংসতা অনেক দিন ধরেই চলছে। আমরা অনেক দিন ধরে নীরব ছিলাম এবং সহিংসতা স্বাভাবিক হয়ে গেছে। সহিংসতার বিরোধিতা বা অবসানের জন্য সরকারের কোনও দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। আমরা পদক্ষেপ চাই। সমাজের প্রতিটি অংশে আমাদের সংস্কার প্রয়োজন এবং আমরা ধর্ষণের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশ করেছি। আমরা দৃঢ়ভাবে সুপারিশ করেছি যে নারীদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক বা স্থায়ী করার জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়"।
/anm-bengali/media/media_files/2025/03/10/OqWbRHr75akF3SirWexH.PNG)