নিজস্ব সংবাদদাতা : মায়ানমারের পর এবার নেপালে আঘাত হানলো এক তীব্র মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.০। এই ভূমিকম্পের প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলেও, হালকা কম্পন অনুভূত হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/04/s2mOcpPGNItdHEc36VOf.jpeg)
তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের প্রভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।