নিজস্ব সংবাদদাতা: আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়ে উত্তেজনা ছড়াল। এবার হাড়োয়া থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড কার্তুজ। সূত্রের খবর, বেঙ্গল এসটিএফ-এর তৎপরতায় এই অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ডবল ব্যারেল বন্দুক, একটি দেশি বন্দুক ও একটি ৭ এমএম পিস্তল। কার্তুজের মধ্যে মিলেছে ১০টি ৭ এমএম পিস্তলের কার্তুজ এবং ১১টি ডবল ব্যারেল বন্দুকের কার্তুজ।
/anm-bengali/media/media_files/2025/04/18/AgB4cZV6YbpQcHtz3O5y.jpg)
এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এই অস্ত্র এসেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।