নিজস্ব সংবাদদাতা: মালদায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের দল। মালদার পারলালপুর হাইস্কুলে মুর্শিদাবাদ থেকে পালিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছে। মানবাধিকারের দল সকালেই বন্দে ভারতে মালদায় পৌঁছায়। দুপুরে যান ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে। সেখানে তাঁরা ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন। তাঁদের কাছ থেকে ঘটনার বিবরণ ও অভিযোগ শুনবেন। অনেকেই রয়েছেন যাঁদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘর লুট করা হয়েছে। কোনও রকমে প্রাণ নিয়ে তাঁর মালদায় আশ্রয় নিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)