নিজস্ব সংবাদদাতা : ইয়েমেনের এক তেলবন্দরে মার্কিন বিমান হানায় মারা গেছেন অন্তত ৩৮ জন, এমনটাই দাবি করেছে হুথি গোষ্ঠী। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০২ জন। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে। হুথিদের মতে, মারা যাওয়া সবাই ওই বন্দরে কাজ করতেন। শুক্রবার সকালে বিস্ফোরণের পর বন্দরে আগুন লেগে যায়। সেই সময়ের ভিডিওও প্রকাশ করেছে হুথিদের টিভি চ্যানেল।
/anm-bengali/media/media_files/2025/04/18/1000189618-766870.jpg)
মার্কিন সেনা দফতর জানিয়েছে, হুথিদের তেলের ব্যবসা বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে। কারণ, তারা অবৈধভাবে এই তেলবন্দর থেকে টাকা উপার্জন করছে এবং সেই টাকা দিয়ে যুদ্ধ চালাচ্ছে। মার্কিন সেনার দাবি, তারা সাধারণ মানুষকে লক্ষ্য করেনি। তাদের লক্ষ্য ছিল হুথিদের শক্তি কমানো।
/anm-bengali/media/media_files/2025/04/18/1000189617-905535.jpg)
হুথিদের দাবি, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন হামলায় এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২৪৭ জন। গত কিছুদিন ধরে হুথিদের বিভিন্ন জায়গায় আমেরিকা বিমান হামলা চালাচ্ছে—তেল কারখানা, বিমানঘাঁটি আর ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে। হুথিরা আবার বলছে, তারা ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে হামলা করছে কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চায়। শুক্রবার আবার ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। এতে কারও কোনো ক্ষতি হয়নি।