ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল! তার আগেই বিস্ফোরক মন্তব্য

মালদাতে পৌঁছানোর আগেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল।

author-image
Tamalika Chakraborty
New Update
cv ananda

নিজস্ব সংবাদদাতা: ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে মালদায় ট্রেনে করে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ। যাওয়ার পথে তিনি বলেন, "বাংলায় বিভিন্ন জায়গায় হিংসা তার কুৎসিত রূপ দেখাচ্ছে। আমাদের হিংসার ধর্মকে ধ্বংস করতে হবে এবং কফিনে শেষ পেরেক ঠুকে দিতে হবে। বাংলায় শান্তি ও প্রশান্তি বজায় রাখার জন্য এটি একটি জরুরি কাজ।" তিনি আরও বলেন, "যা ঘটেছে তা এমন কিছু যা কখনও ঘটা উচিত ছিল না।  বাংলার অনেক জায়গাতেই হিংসার ঘটনা ঘটছে। এই ধরণের হিংসা কখনই সহ্য করা যাবে না। হিংসা ঠেকাতে আমাদের চেষ্টা করা উচিত। তার জন্য সকল পক্ষকে একত্রিত হতে হবেআমি অবশ্যই এটিকে একটি মিশন মোডে নেওয়ার জন্য একটি কর্মপরিকল্পনা করব অর্থাৎ যেকোনো মূল্যে হিংসার বিরুদ্ধে লড়াই করতে হবে।"

cv anand boseq2.jpg