নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার জানা যাচ্ছে, আজ সকালে ইসরায়েলের সিজারিয়াতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে আচমকাই আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে। জানা যাচ্ছে সেনাবাহিনীর ব্যর্থতার কারণে ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনের একদম কাছেই আঘাত হানে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এই বিষয়ে জানিয়েছে। হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা বাড়িতে ছিলেন না। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, সকলেই সুরক্ষিত রয়েছেন। আজ সকালে লেবানন থেকে ছোড়া অন্য দুটি ড্রোন ভূপাতিত করা হয়।