নিজস্ব সংবাদদাতা: স্থানীয় সময় শনিবার সকালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের কিম্বে শহর থেকে ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) পূর্বে।
পাপুয়া নিউ গিনি উপকূলের কিছু অংশে ১ থেকে ৩ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কার ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জারি করা সতর্কতা বাতিল করে। নিকটবর্তী সলোমন দ্বীপপুঞ্জের জন্য জারি করা ০.৩ মিটার উঁচু ছোট ঢেউয়ের সতর্কতাও বাতিল করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নিউ ব্রিটেন দ্বীপে মাত্র ৫,০০,০০০ এরও বেশি মানুষ বাস করে।
/anm-bengali/media/media_files/Ay04jWJfikvsI2lHxqCX.jpg)