নিজস্ব সংবাদদাতা : এসএসসি-কাণ্ডে চাকরি বাতিলের নির্দেশের পরেই বড় পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার ছুটেছে সুপ্রিম কোর্টে। আজ, বুধবার, প্রশাসনিক জটিলতা ও জনস্বার্থের কথা জানিয়ে আদালতের কাছে শুনানির আর্জি জানানো হয়। রাজ্যের পক্ষে বলা হয়েছে, হাজার হাজার চাকরিপ্রার্থী চাকরি হারিয়ে চরম সমস্যায় পড়েছেন। এই অবস্থায় দ্রুত শুনানি দরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আবেদন শুনে আশ্বাস দিয়েছেন, বিষয়টি দেখবেন।
/anm-bengali/media/media_files/i6mr4T6rh81t4ghal7eb.jpg)
রাজ্য সরকারের বক্তব্য, এত বড় সংখ্যায় চাকরি বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। স্কুলগুলিতে শিক্ষক সংকট তৈরি হবে। তাই, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।এখন সকলের চোখ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। কী সিদ্ধান্ত নেন বিচারপতিরা, তা-ই নির্ধারণ করবে হাজার হাজার চাকরির ভবিষ্যৎ।