নিজস্ব সংবাদদাতা: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, "সন্দেশখালিতে মহিলাদের অবৈধ আটকের পরে এবার তাঁরা রাতভর নজরদারিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্থানীয় TMCগুন্ডাদের সঙ্গে যুক্ত হয়ে মিথ্যা অজুহাতে বিজেপি পরিবারের মহিলা সদস্যদের আর গ্রেপ্তার করতে না পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভাবুন প্রথমে শেখ শাহজাহান এই নারীদেরকে ভয়ঙ্কর যৌন নির্যাতন করতেন। এখন মুখ্যমন্ত্রী তাঁদের উপর এমন নির্যাতন করছেন যে তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।।"
/anm-bengali/media/media_files/uLjzeANphJztqzU8u679.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)