নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সংবিধান সম্পর্কে বক্তব্য নিয়ে ফের চর্চা শুরু হয়েছে দক্ষিণী রাজনীতিতে। এই প্রসঙ্গে এবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং (কেন্দ্রীয়) স্বাস্থ্যমন্ত্রী সংসদে এত সস্তা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। এটি ছিল মিথ্যার রেকর্ড। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়া হোক। এখন, ডি কে শিবকুমারও একটি বিবৃতি দিয়েছেন। বিজেপি এমন একটি দল যারা মিথ্যাচার এবং ভুয়ো খবরের মাধ্যমে জয়লাভ করে। আর এইভাবেই জয়লাভ করতে চায় তারা”।
/anm-bengali/media/media_files/2024/12/13/0lYrkBoyY2Rg7ZsO1VaS.JPG)