নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়ার পর, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/SpyXGtQ6PeXuI0N3efe9.webp)
তিনি বলেন, ''উত্তরাখণ্ডের ১.২৫ কোটি মানুষের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই। কেদারনাথ ও হেমকুণ্ড সাহিব রোপওয়ে বহুদিনের চাহিদা ছিল। প্রধানমন্ত্রী মোদী এর আগেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আর আজ মন্ত্রিসভার অনুমোদনের পর এটি বাস্তবে রূপ নিতে চলেছে।"