নিজস্ব সংবাদদাতা: সোমবার দেশজুড়ে পালিত হবে খুশির ইদ। এই প্রসঙ্গে লখনউয়ের ডিসিপি পশ্চিম বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেছেন, "আজ ইদের চাঁদ দেখা গেছে। আগামীকাল ইদ উদযাপিত হবে। এখানে পায়ে হেঁটে টহল দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে এবং নামাজে যাতে কোনও ধরনের ব্যাঘাত না ঘটে সেই দিকে নজর দেওয়া হয়েছে। আমি জনসাধারণকে ইদের উৎসব আনন্দ ও শান্তিতে উদযাপন করার জন্য আবেদন করছি। আমি আপনাদের কাছে আবেদন করছি রাস্তায় নামাজ না পড়ার জন্য। প্রশাসনের নিয়ম মেনে চলুন।"
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)