নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে জানিয়েছেন, “সত্যমেব জয়তে। এনইইটি-ইউজি নিয়ে আজকের রায় জল্পনার অবসান ঘটাবে এবং লক্ষ লক্ষ কঠোর পরিশ্রমী ও সৎ শিক্ষার্থীদের স্বস্তি দেবে। শিক্ষার্থীদের স্বার্থকে সমুন্নত রেখে যুগান্তকারী রায়ের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেছেন, “যাঁরা ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করে কায়েমি স্বার্থবাদীদের এই সুযোগ কেড়ে নিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যকে উস্কে দিয়েছেন, এই রায় তাঁদের চোখ খুলে দেবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ভাবাবেগ নিয়ে খেলা করার জন্য এবং এর থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার জন্য শ্রী রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত।”