নিজস্ব সংবাদদাতা: পুনেতে পোর্শেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত যাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন, সেই কারণে পুলিশের সঙ্গে আলোচনায় বসেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। পুনেতে ১৭ বছরের এক কিশোর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুই জনকে মেরে ফেলেছে। দুর্ঘটনার সময় কিশোরের গাড়ির স্পিড ছিল ২০০কিমি?/ ঘণ্টা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের ১৫ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যায়। ঘটনার পরেই মহরাষ্ট্রের জনগণ রাগে ফুঁসতে থাকে। এই ঘটনায় অভিযুক্ত ১০ বছরের কারাদণ্ড পেতে পারেন।