নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের "উত্তর প্রদেশে মুসলিমরা সবচেয়ে নিরাপদ" এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় মুখ খুললেন। তিনি বলেছেন, "যোগী আদিত্যনাথ সাম্প্রদায়িক। তিনি মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে চান। আমরা যোগী আদিত্যনাথের মতো নেতাদের বিরোধিতা করতে চাই... এই (তার বক্তব্য) সঠিক নয়। সম্ভালে কী ঘটেছে? সম্প্রতি সেখানে কি দাঙ্গা শুরু হয়নি?"
/anm-bengali/media/media_files/V1HAN6T6TlDI6XNCLuQp.jpg)