নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বিলকে সমর্থন করে এক বড় দাবি করে বসলেন জম্মু-কাশ্মীর জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি জি.এম. শাহীন। তিনি বলেন, "ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনার জন্য এই বিল প্রান্তিক মুসলিমদের জন্য যথেষ্ট উপকারী। বিশেষ করে তাদের জন্য যারা এতদিন এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।"
/anm-bengali/media/media_files/2025/04/03/jvKvs0gLEQZvlUMFOs4E.jpeg)
এছাড়া তিনি বলেন, "আমরা বহু এমন উদাহরণ দেখেছি যেখানে ওয়াকফ সম্পত্তি এবং দরগাহকে পাঁচতারা হোটেলে পরিণত করা হয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ডে। এতদিন এই টাকার অপব্যবহার করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থে ওয়াকফ সম্পত্তি দখল করে রাখা হয়েছিল। এই বিলের মাধ্যমে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেতে চলেছি।"