BREAKING: ওয়াকফ বিলে ধর্মীয় কাজে হস্তক্ষেপের কোনো বিধান নেই- রিজিজু

রিজিজু করলেন বড় দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে কিরেন রিজিজু করলেন বড় এক মন্তব্য। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিলে কোনো ধর্মীয় কাজে হস্তক্ষেপের বিধান নেই। আমরা কোনো মসজিদের কাজে হস্তক্ষেপ করতে যাচ্ছি না। বিরোধী দলের কেউ এ নিয়ে মন্তব্য করেছেন"। স্পিকার ওম বিড়লা বাধা দিয়ে পরামর্শ দেন এবং বলেন, "আপনি ভারতের সংসদে বসে আছেন, আপনার মর্যাদার যত্ন নিন। বসে বসে মন্তব্য করার অধিকার কারো নেই"। কিরেন রিজিজু বলেন, "এটা মসজিদ বা ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এটি কেবল একটি সম্পত্তি ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়। একজন মুসলমান যদি জাকাত দেয় তাহলে তাকে প্রশ্ন করার আমরা কে? আমরা শুধু এর ব্যবস্থাপনার কথা বলছি। এর সাথে ধর্মীয় ব্যবস্থার কোন সম্পর্ক নেই"।

Kiren Rijiju