এই মুহূর্তের বিশাল খবর : দুর্নীতি, এবার মোদী

কংগ্রেসের সরকারকে দুর্নীতির সরকার বলে এবার নিশানা করেছেন মোদী।

author-image
Aniket
New Update
modiraj

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি নিয়ে এবার কংগ্রেসকে নিশানা করলেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকি এবং রায়পুরের মধ্যে ট্রেন পরিষেবা চালু করে কংগ্রেসকে নিশানা করেছেন। বর্তমানে বস্তার জগদলপুরে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই কংগ্রেসের সরকারকে দুর্নীতি বাজ বলে এবার নিশানা করলেন মোদী। সেখান থেকে তিনি বলেছেন, "উন্নত ভারতের স্বপ্ন পূরণ হবে যখন দেশের প্রতিটি কোণে উন্নত হবে। আজ এখানে ২৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ভৌত, ডিজিটাল এবং সামাজিক অবকাঠামো একটি উন্নত জাতির জন্য গুরুত্বপূর্ণ পরামিতি। ছত্তিশগড় ইস্পাত উৎপাদনের জন্য পরিচিত। আমরা অবকাঠামো উন্নয়নে বেশি জোর দিচ্ছি। রেলওয়ে নেটওয়ার্কের বিদ্যুতায়নের পর রাজ্যে বন্দে ভারত ট্রেনও চালানো হচ্ছে। আগামী বছরগুলিতে, রাজ্যের সমস্ত স্টেশন কেন্দ্রীয় সরকার দ্বারা উন্নত এবং রূপান্তরিত হবে। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার রাজ্যের অবস্থার অবনতি করেছে। সবাই এই সরকারের উপর বিরক্ত। রাজ্যে দুর্নীতি ও অপরাধ চরমে। কখনও কখনও মনে হয় রাজস্থান এবং ছত্তিশগড় অপরাধের হার নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এখানে উন্নয়ন দেখা যাচ্ছে পোস্টারে বা কংগ্রেস সরকারের নেতাদের লকারে। ছত্তিশগড় পরিবর্তনের দাবি করছে। বস্তারকে বহু বছর ধরে অবহেলিত করেছে কংগ্রেস। তারা কখনো জনগণের স্বার্থের কথা ভাবেননি। বিজেপি এখানে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে। আপনারা সবাই জানেন যে কংগ্রেসের তুলনায় বিজেপি এখানকার আদিবাসীদের জন্য পাঁচগুণ বেশি বাজেট দেয়। কংগ্রেস এখানে 'ঝুটা প্রচার আর ঘোটালেবাজ সরকার' দিয়েছে"।