নাম ঘোষনার নিষেধাজ্ঞা উঠল বিজেপির উপর থেকে

নাম ঘোষনার নিষেধাজ্ঞা উঠল। ১০ দিন বন্ধ থাকার পর মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি নির্বাচন অনুমতি দিল কেন্দ্রীয় নেতৃত্ব । ঠিক হয়েছে , চেষ্টা করতে হবে ১৬ তারিখের মধ্যে মন্ডল সভাপতি , এবং ২৫ ফেব্রুয়ারি থেকে জেলা সভাপতিদের নাম ঘোষনা করা যাবে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
bjp-flag-15216581

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নাম ঘোষনার নিষেধাজ্ঞা উঠল। ১০ দিন বন্ধ থাকার পর মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি নির্বাচনের অনুমতি দিল কেন্দ্রীয় নেতৃত্ব । ঠিক হয়েছে , চেষ্টা করতে হবে ১৬ তারিখের মধ্যে মন্ডল সভাপতি , এবং ২৫ ফেব্রুয়ারি থেকে জেলা সভাপতিদের নাম ঘোষনা করা যাবে।

 

গতকাল বৈঠক করেন সুনীল বনশল এবং অমিত মানব্য রাজ্য নেতাদের সঙ্গে। নির্বাচনের নিয়ম মেলে চলতে নির্দেশ দেওয়া হয়েছে । কোনও বিক্ষোভ হলে সেখানে এখনই নাম ঘোষনা করা যাবে না । বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে হবে ।