নিজস্ব সংবাদদাতা : সাইবার প্রচারণার শিকার হওয়া জম্মু-কাশ্মীরের ১৩ জন যুবককে থাইল্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীরের এসএসপি তাহির আশরাফ জানিয়েছেন, 'এই যুবকরা অনলাইনে চাকরি খুঁজছিলেন এবং সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে ক্লিক করেন। বিজ্ঞাপনে বলা ছিল বিদেশে, বিশেষ করে থাইল্যান্ডে, চাকরি পাওয়া যাবে। যুবকরা সাক্ষাৎকার দেয় এবং তাদের টিকিট পাঠানো হয়। এরপর তারা থাইল্যান্ডে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে এবং আটকা পড়েছে।'
/anm-bengali/media/post_banners/YPo6jQZZTnIKvIOZIx7x.jpg)
এসএসপি আশরাফ জানান, "এই তথ্য পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে ১৩ জন যুবককে উদ্ধার করেছি এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।"