নিজস্ব প্রতিনিধি: দেরাদুন-হরিদ্বার মহাসড়কের লাচ্চিওয়ালা টোল প্লাজায় একটি ডাম্পার তিনটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যানবাহনে আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে।
Uttarakhand | Two people died after a dumper hit three cars at Lacchiwala toll plaza on the Dehradun-Haridwar highway. Police and SDRF are carrying out rescue operations at the spot to remove people trapped in vehicles: Superintendent of Police (Rural) Jaya Baluni