নিজস্ব সংবাদদাতা: ২ এপ্রিল হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল পাশ। যার বিরোধীতা করছে ইন্ডিয়া জোটের সাংসদরা। এদিন সেই সংক্রান্ত বিষয়ের ওপর ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক হয়ে গেল সন্ধ্যায়। সেই সম্পর্কে, NCP-SCP সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “আমরা আলোচনায় অংশ নেব। ঠিক যেমন আমরা তাদের কথা শুনব, তেমনি আমরা আমাদের সত্য তুলে ধরব। যারা সংবিধান অনুসারে কাজ করবে তাদের পাশে আমরা দাঁড়াব। ইন্ডিয়া জোটের একটি ভালো আলোচনা হয়েছে। আমরা একসাথে প্রতিবাদ করব”।
/anm-bengali/media/media_files/supriya1webp)