নিজস্ব সংবাদদাতাঃ NEET এবং UGC-NET বিষয়ে, শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী মুখ খুললেন।
/anm-bengali/media/post_attachments/1d5b71bedda424f5cc3f2d420c0a11d6ef77393b1af7bc2d377d32d96d92f540.jpg)
নেত্রী বলেন, 'আমি বলব এদেশে শিক্ষা জরুরি অবস্থা, যে হারে পরীক্ষা বাতিল হচ্ছে, সে হারে শিক্ষামন্ত্রী নিজেকে দায়ী করতে রাজি নন। আমরা দেখছি কিভাবে একের পর এক পরীক্ষা স্থগিত বা বাতিল করা হচ্ছে। ধর্মেন্দ্র প্রধান NEET পেপার ফাঁস সংক্রান্ত কোনো তদন্ত প্রত্যাখ্যান করেন... শুধু NTA চেয়ারম্যানকে বদলি করলে কাজ হবে না। যতদূর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত, ধর্মেন্দ্র প্রধানকে সম্পূর্ণ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে'।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)