শিক্ষকরা পুলিশের গায়ে হাত দিয়েছে, জানান পুলিশ কমিশনার

শিক্ষকদের এমন ব্যবহার আশা করা যায় না, জানান পুলিশ কমিশনার।

author-image
Jaita Chowdhury
New Update
police with hockey stick

নিজস্ব সংবাদদাতা: কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, এটা শিক্ষকদের অনুষ্ঠান ছিল ৷ সে মতোই আয়োজন করা হয়েছিল ৷ পুলিশের থেকে কেউ এমন ব্যবহার আশা করে না ৷ তালা লাগানোর কর্মসূচি ছিল ৷ কিন্তু সেটা করা হয়নি ৷ যিনি লাথি মেরেছেন তারা মেডিক্যাল রিপোর্ট দেখলে সব বোঝাই যাবে ৷ শিক্ষকরা এক পুলিশ কর্মীকে এমন মেরেছেন অনেক দিন হাঁটতে পারবে না ৷

 

Police