নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম (EVM) নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কী? জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটগণনা এবং ফলপ্রকাশের পরেও যাতে ইভিএম-এর তথ্য যেন ডিলিট না করা হয়, এই মর্মে আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্বাচন কমিশনকে জানাল, আপাতত ইভিএমের কোনও তথ্য মুছবেন না, নতুন তথ্যও যোগ করবেন না।
নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোটযন্ত্রের এবং মেমোরি ইক্রোকন্ট্রোলার কীভাবে 'পুড়িয়ে' ফেলা হয় সে সম্পর্কে তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতি বলেন, "এতে ক্ষতি কিছু নেই। পরাজিত প্রার্থী যদি সত্য যাচাই করতে চান, ইঞ্জিনিয়ার দেখিয়ে দিতে পারেন যা তথ্য বিকৃতি হয়নি।"
সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইঞ্জিনিয়াররা ইভিএমে নকল নির্বাচনী প্রতীক ভরে দিয়েছেন এবং আসল তথ্য মুছে দেওয়া হয়েছে। কেন এমন হল তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি এবং কমিশনকে নির্দেশ দিয়েছে আর তথ্য মোছা না হয় তা নিশ্চিত করতে হবে।
ইভিএমের পুড়িয়ে ফেলা প্রকৃত মেমোরি এবং মাইক্রোকন্ট্রোলার যাচাই করতে কমিশনকে যাতে নিয়মবিধি আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত, সেই আবেদন জানিয়েছিল হরিয়ানার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম এবং কংগ্রেসের একদল নেতা। ইভিএমের তথ্য বিকৃত হয়েছে কি না তা ইঞ্জিনিয়ারদের দিয়ে খতিয়ে দেখতেও আবেদন জানানো হয়। এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।