নিজস্ব সংবাদদাতা: রাম নবমী উপলক্ষ্যে এমনিতেই সেজে উঠেছে উত্তরপ্রদেশ। রামলালার বিশেষ দিনে তাঁর জন্মভূমিও যেন আনন্দে মাতোয়ারা। তাই এদিন বিশেষ সন্ধ্যা আরতি হল সরযূ ঘাটে। উত্তরপ্রদেশে রাম নবমী উপলক্ষে অযোধ্যার সরযূ ঘাটে সন্ধ্যা আরতি করা হল এদিন। পরম নিষ্ঠায় মঙ্গল আরতির ঘণ্টায় সেজে উঠল সরযূ ঘাট। মন্ত্রাচ্চারণে আলাদায় সন্ধ্যা দেখা গেল এদিন।
/anm-bengali/media/media_files/2025/04/06/yaCF6JDzGkIKRwGbV1Ed.png)